মাইসছড়ি নামটি নিয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। কিন্তু ইউনিয়নের বয়স্ক লোকদের কাছ থেকে মৌখিকভাবে জানা যায় মাস্যছড়া নামে একটি ছড়া এই ইউনিয়নে আছে। কিন্তু দুঃখের বিষয় বর্তমানে সেই ছড়াটি বিলুপ্তির পথে। এই ছড়ায় প্রচুর পরিমানে মাছ পাওয়া যেত, চাকমা উপজাতীয়দের ভাষায় মাছকে মাস্য বলা হয়। যার ফলে তারা ঐ ছড়াকে মাস্যছড়া নামে জানত। সেই থেকে এই এলাকার নাম মাস্যছড়া। মারমা উপজাতীদের ভাষায় মাছকে মাসুয়া বলা হয়। তারা এই ছড়াকে মাসুয়াছড়া বলে ডাকত। যার ফলে সময়ের পরিবর্তনের সাথে সাথে নামের বিকৃতি ঘটে এখন সেই মাস্যছড়া বা মাসুয়াছড়া থেকে মাইসছড়ি নামের উৎপত্তি। সেই নামানুসারে এই ইউনিয়নের নামকরণ করা হয় মাইসছড়ি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস